কী ব্যাপার?

বিজ্ঞামন মূলত ব্র্যান্ড, কনজ্যুমার ও বিজ্ঞাপন সংক্রান্ত ব্লগ। 
 
বিভিন্ন বিষয়ে নিজস্ব পড়ালেখা এবং বোঝাপড়াকে নিজের মতো করে লিখে রাখার প্রয়াসেই এ ব্লগের সুচনা।
 
বিজ্ঞামনে প্রকাশিত সকল লেখা একান্তই ব্যক্তিগত ভাবনার প্রকাশ। এর পেছনে কোনো প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা নেই।  
 
লেখাগুলোতে ক্ষেত্র বিশেষে অ্যাকাডেমিক পন্ডিতি আছে। সৃজনশীল এবং বুদ্ধিবৃত্তিক আলাপে দ্বিমত ত্রিমত আসা খুব স্বাভাবিক। তাই, বিজ্ঞামনের লেখাগুলোর সঙ্গে একমত হওয়ার দায় নেই। লেখাগুলো যদি আপনার ভালো লাগে, তবে অন্যদের সঙ্গে শেয়ার করুন। 
 
বিজ্ঞামন সম্পর্কে জানতে এ লেখাটি পড়তে পারেন।
 
 
Answers to FAQ
১) যেহেতু পার্সোনাল প্যাশন থেকে এ ব্লগে লেখালেখি, যে কোনোদিন এ প্যাশন উধাও হয়ে যেতে পারে, তাই ব্লগস্পটেই ভরসা। আলাদা ওয়েব সাইট করার পরিকল্পনা আপাতত নেই।
২) "অতিথি কলাম" খুব ভালো আইডিয়া, তবে এ মুহূর্তে আতিথেয়তার সামর্থ্য নেই।
৩) বিজ্ঞামনে কোনো রকম স্পন্সরশীপ বা বিজ্ঞাপন নেয়া হয়নি কখনো, নেয়ার পরিকল্পনাও নেই।
৪) বিজ্ঞামনের ১ম বর্ষপুর্তিতে বার্তা এসেছে, ২য় ও ৩য় বর্ষপুর্তিতে কিছু বলা হয়নি, কারণ পরের দু'বছরে বলার মতো কিছু বিজ্ঞামনে ঘটেনি।
৫) বিজ্ঞামনের লেখকের ব্যস্ততা, ক্লান্তি এবং আলস্য সমানুপাতিক। FAQতে আর কিছু লেখা যাচ্ছে না ব্যস্ততা, ক্লান্তি ও আলস্যের যুগপৎ চাপে...
 
ধন্যবাদ।

 
যোগাযোগ:
ফেসবুকে - fb.com/biggaamon
ইমেইল - biggaamon@জিমেইল.কম
বিজ্ঞামনের লোগো ডিজাইন করেছেন -  শাফায়েত শাহ্‌নূর
 

No comments:

Post a Comment